Entertainment News
‘তোমারে ভোলা কঠিন’

তোমারে ভোলা কঠিন – সোহানা সাবা, বাংলাদেশের একজন অভিনেত্রী এবং মডেল। তিনি ছোট এবং বড় পর্দায় অভিনয় করে থাকেন। তার ক্যারিয়ার শুরু মূলত নাচের মাধ্যমে। বর্তমানে তিনি একজন অভিনয় শিল্পী হিসাবে সবার কাছে পরিচিত।
পরিচালক মুরাদ পারভেজকে বিয়ে করেন এই সোহানা সাবা। ২০১৪ সালের ১৮ অক্টোবর তাদের এক ছেলেও জন্মগ্রহণ করে। এরপর ২০১৫ সালের সেপ্টেম্বর থেকে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবা বেশ সক্রিয়। বিশেষ করে ইনস্টাগ্রামে নিয়মিত ছবি আপলোড করেন তিনি।
শুক্রবার তেমনি একটা ছবি দিয়ে তার ক্যাপশনে সাবা লিখেন, ‘তোমারে যে চাহিয়াছে ভুলে একদিন.. সে জানে তোমারে ভোলা কি কঠিন..’
তবে কী কবি নজরুলে বুঁদ হলেন তিনি?
পাঠকের মতামত: