Entertainment News

‘পুষ্পা টু’তে যুক্ত হচ্ছেন বলিউডের খান?

২০২১ সালে মুক্তিপ্রাপ্ত দক্ষিণী সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’ মুক্তির পর থেকেই এর সিকুয়েলের জন্য উদগ্রীব দর্শকরা। ইতোমধ্যে যার শুটিংও শুরু করেছেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। তারই মাঝে এবার গুঞ্জন উঠেছে, ‘পুষ্পা ২’-তে আল্লু অর্জুনের পাশাপাশি দেখা যেতে পাবে বলিউড নামিদামী কোন তারকাকে।

ভারতীয় সংবাদমাধ্যম ই-টাইমসের খবর অনুসারে জানা গেছে, ‘পুষ্পা: দ্য রুল’ ছবির জন্য এক তাবড় বলিউড তারকার কাছে পৌঁছে গেছেন দক্ষিণী পরিচালক সুকুমার। শোনা যাচ্ছে, বলিউডের তিন খানের মধ্যেই কোন এক জনকে ছবিতে চান তিনি।

তবে একান্তই তাদের মধ্যে কেউ রাজি না হলে বলিউড তারকা অজয় দেবগণকে ছবিটিতে যুক্ত করার কথা ভেবেছেন সুকুমার। বর্তমানে সেই বলিউড তারকার সন্ধান পেতেই মরিয়া ‘পুষ্পা’ পরিচালক।

গত বছরের শেষের দিকে শোনা গিয়েছিল, মনোজ বাজপেয়ীকে দেখা যেতে পারে ‘পুষ্পা: দ্য রুল’ ছবিতে। সেই চর্চায় অবশ্য জল ঢেলেছিলেন অভিনেতা নিজেই। এছাড়াও গত কয়েক দিন ধরে কানাঘুষো চলছে, ‘আরআরআর’ তারকা রাম চরণকে দেখা যেতে পারে ‘পুষ্পা ২’ ছবিতে। যদিও তা নিয়ে এখনও কোনো সুনির্দিষ্ট বক্তব্য পাওয়া যায়নি।

করোনাকালের পরে ‘পুষ্পা’র হাত ধরেই ঘুরে দাঁড়িয়েছে বড় পর্দার সিনেমা। ছবিতে আল্লু ছাড়াও অভিনয় করেছেন রাশমিকা মান্দানা, ফাহাদ ফাসিল ছাড়াও দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক অভিনেতা-অভিনেত্রী।

প্রথম ছবিতেই যে ‘পুষ্পা’র কাহিনি শেষ হচ্ছে না তা ‘পুষ্পা-দ্য রাইজ’ সিনেমার শেষেই জানিয়ে দিয়েছিলেন পরিচালক সুকুমার। তারপর থেকেই সিনেমার দ্বিতীয় পর্ব ‘পুষ্পা-দ্য রুল’ সিনেমার অপেক্ষায় দিন গুনছেন সিনেপ্রেমীরা।

পাঠকের মতামত:

Back to top button