মা হওয়ার পর সন্তানের প্রথম ছবি শেয়ার করলেন শুভশ্রী, জানালেন নাম

মা হওয়ার পর – মা হলেন ভারতের তারকা জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। শনিবার রাজ চক্রবর্তী ও শুভশ্রীর সংসারে নতুন সদস্য এসেছে। পুত্র সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী। শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১ টা ৩৩ মিনিটে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে রাজ-শুভশ্রীর সন্তানের জন্ম হয়।
রাজ-শুভশ্রীর সন্তানের ওজন হয়েছে ৩ কেজি। সন্তান জন্মের সুন্দর মুহূর্তে সাক্ষী ছিলেন রাজ চক্রবর্তী নিজেও। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, মা ও সন্তান দু’জনেই সুস্থ আছেন। সম্প্রতি একের পর এক প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হয়েছে রাজের পরিবার। কিছুদিন আগে প্রয়াত হয়েছেন পরিচালক রাজ চক্রবর্তীর বাবা।
তিনি করোনা আক্রা’ন্ত ছিলেন। কভিড পজি’টিভ হন রাজও। কিন্তু অভিনেত্রী শুভশ্রীর করোনা রিপোর্ট নেগেটিভ ছিল। সেই পরিস্থিতি কাটিয়ে এবার তাদের ঘরে আনন্দের বন্যা।
এদিকে, সদ্যোজাত সন্তানের প্রথম ছবি শেয়ার করছেল শুভশ্রী গঙ্গোপাধ্য়ায়। ছেলের নাম রেখেছেন যুবান চক্রবর্তী।