মৃত ভাইরাসের কারণে ভুল ফলাফল আসতে পারে

মৃত ভাইরাসের কারণে – করোনাভাইরাসের পরীক্ষায় পুরনো সংক্রমণ থেকে কোনো মৃত ভাইরাসের অংশ উঠে আসতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর এভিডেন্স-বেজড মেডিসিনের গবেষকরা। সম্প্রতি তাদের করা একটি গবেষণার প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে।
বিবিসি অনলাইনে প্রকাশিত সেই প্রতিবেদনে বলা হয়, নমুনা পরীক্ষায় পুরনো সংক্রমণ থেকে কোনো মৃত ভাইরাসের অংশ উঠে আসার ফলে অনেক সময় রিপোর্টে পজেটিভ হিসেবে ভুয়া ফলাফল আসতে পারে। এতে করে ভাইরাস না থাকা সত্ত্বেও ভুক্তভোগীকে অযথাই কোয়ারেন্টাইনে থাকতে হতে পারে।
গবেষকরা বলছেন, অধিকাংশ রোগীই এক সপ্তাহ পর্যন্ত ভাইরাসটির সংক্রমণ ছড়াতে পারে, এমনকি সংক্রমণের কয়েক সপ্তাহ পরও তার দেহে এটি শনাক্ত হতে পারে। ফলে এটি অন্যান্যদের মাঝে কোভিড-১৯ সম্পর্কে ভুল ধারণা দিতে পারে, তবে তেমন ঝুঁকিপূর্ণ হবে না। তাছাড়া এমন নির্ভরযোগ্য পরীক্ষা করাটা অনিশ্চিত।
এ বিষয়ে সেন্টার ফর এভিডেন্স-বেজড মেডিসিনের পরিচালক অধ্যাপক কার্ল হেনেগান বলেন, মৃত কোভিড-১৯ ভাইরাস শনাক্ত করার বিষয়টি এর সংক্রমণ বাড়তে থাকার বিষয়ে ভুল ব্যাখ্যা দিতে পারে। তাই কারো দেহে ভাইরাসটির উপস্থিতি আছে কি না, সে ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে পরীক্ষায় এমন ব্যবস্থা থাকা দরকার যেখানে এটির অতি ক্ষুদ্র অংশ থেকে পজেটিভ ফল দেখাবে না।
তিনি বলেন, কারো দেহে সক্রিয় ভাইরাসের উপস্থিতি প্রতিটি পরীক্ষায় যাচাই করা সম্ভব নয়। তাই ভাইরাসের সক্ষমতা নিয়ে গবেষণা করতে হবে। এতে করে ভুয়া পজেটিভ রিপোর্ট আসার হার কমতে পারে এবং পুরনো সংক্রমণের কারণে করোনা পজেটিভ ফল আসা রোধ করা সম্ভব হবে এবং মানুষকে অযথা কোয়ারেন্টাইনে থাকতে হবে না।