Miscellaneous News

আমি ওইসব করতে চাইনি, তবু সে ছাড়েনি

তবু সে ছাড়েনি – বলিউডের মিডিয়া পাড়ায় প্রায়ই শোনা যায় কাস্টিং কাউচের কথা। সোজা কথায় যার শাব্দিক অর্থ যৌ’ন হে’নস্তা। ‘এমন হেনস্তার শিকার আনেক অভিনেত্রী। কেউ মুখ খোলেন না লজ্জায় আবার কেউবা বো’মা ফা’টিয়ে দেন।

এবার সেই কাস্টিং কাউচ নি’ মুখ খুললেন রেশমী দেশাই।বিস্ফোরক এক মন্তব্য করে বসলেন ভার’তের জনপ্রি’য়’ অভিনেত্রী। ‘দেয়া এক সাক্ষাৎকারে রেশমি অভিনয় ‘জগতের না’না অজানা গল্প প্রকাশ করলেন। দুঃসহ সেই ঘটনার স্মৃতিচারণ কর’তে গিয়ে ‘রেশমী বলেন, ‘’প্রায় ১৩ বছর আগে কাজ শুরু করি মিডিয়ায়।বে’শ অল্প বয়সেই মিডিয়াতে আসা আমার।

এর আগে মিডিয়ায় কাজের কোনো অ’ভিজ্ঞতা” না। একেবারেই ‘নবাগত ছিলাম। ‘ই সম’য় সুরজ নামের এক ব্যক্তির সঙ্গে আমার পরিচয় হয়। সে এখন কোথায় আছে বা কী করছে ‘তা’ জা’নি না। ‘প্রথম মিটিংয়েই সে আমার ‘স্ট্যাটি’’ ‘ওই ব্যাক্তির কথা তুলে ধরে রেশমী আরও বলেন, ‘হঠাৎ একদিন সুরজ কাজের জন্য ‘ফো’ন দেয়। কিন্তু সেখানে গিয়ে সুর’জ ছাড়া আর কাউকে দেখতে পাইনি।কোনো ক্যামেরাও ছিল না। সে ড্রিঙ্কসে কিছু মিশি’য়েছিল।

এ কারণে আমার ‘ চেতনা লোপ পায়। এর প’রেও আমি ওইসব ক’রতে চাই না বলে’ চিৎকার করছিলাম। তবুও সে ছাড়েনি। প্রায় আড়াই ঘণ্টা পরে আমি কোনোভাবে সেখান থেকে প্রাণ’প্রিয় রিয়ালিটি শো ‘বিগ বস ১৩’ এর” আসরে দেখা যায় রে”শমী দেশাইকে। শোর পর বর্তমানে রেশমীর’জনপ্রিয়তা আকাশছোঁয়া।আর’এই মুহূর্তে কাস্টিং কাউচের বি’রুদ্ধে রেশমীর এই ‘’”ক মন্তব্যর জেরে গরম সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। তবে অবাক করা’য় হল রেশমির পক্ষে সবাই সুর মেলালেও তার সমালো”চনাও করছেন অনেকেই।

পাঠকের মতামত:

Back to top button