Miscellaneous News

‘আমি মুহাম্মাদকে (সা.) ভালোবাসি’ লেখা মাস্ক পরে ঘুরছেন কসোভোর এমপি

কসোভোর এমপি – মুখে মাস্কে পরে আলোচনায় দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ কসোভোর সংসদ সদস্য ইমান আর রহমানি। কারণ সেই মাস্কে লেখা ‘আমি মুহাম্মাদকে (সা.) ভালোবাসি’।

রোববার কসোভো সংসদের সাধারণ অধিবেশনে অংশ নেন সেলফ ডিটারমিনেশন মুভমেন্ট দলের এই সংসদ সদস্য। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির খবরে এমনটি জানানো হয়েছে।

এই মাস্ক পরার দুটি কারণ উল্লেখ করে আর রহমানি বলেন, ফ্রান্সে নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূত ক্যান্ড্রিম গাসি অগ্রহণযোগ্য প্রতিবেদন বিতরণের প্রতিবাদ এটি। আমার দ্বিতীয় উদ্দেশ্য হলো, এ কথার জানান দেয়া যে আমরা এখন মহানবী (সা.)-এর জন্মের মাস অতিবাহিত করছি।

সামাজিক যোগাযোগমাধ্যমে মাস্ক পরিহিত নিজের ছবি প্রকাশ করে আর রহমানি লেখেন, প্রশান্তি ও কোমলতার সঙ্গে প্রতিবাদ। অবজ্ঞা বা অবমাননা করো না। মহানবী মুহাম্মাদ (সা.) মানবজাতির মুক্তির দূত।

পাঠকের মতামত:

Back to top button