Miscellaneous News

আরাভ খান গ্রেফতার সম্পর্কে যা জানালেন আইজিপি

পুলিশ সদস্য হত্যা মামলার আসামি দুবাইয়ে পলাতক আরাভ খানের গ্রেফতারের কোনো তথ্য বাংলাদেশ পুলিশের কাছে নেই বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন।  একই সঙ্গে তিনি জানিয়েছেন, রেস্টুরেন্টে খেতে বসা বিএনপির ৫৭ নেতাকর্মীকে আইন মেনেই গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২৫ মার্চ) দুপুরে রাজধানীর একটি হোটেলে সন্ত্রাসবাদ নিয়ে আয়োজিত সেমিনার শেষে গণমাধ্যমকর্মীরা প্রশ্ন করেন- বিরোধী দলের রাজনৈতিক নেতাকর্মীরা পুলিশের অনুমতি ছাড়া কোথাও বসতে পারবেন না, এর জবাবে মামলার এফআইআর দেখার পরামর্শ আইজিপির। তিনি বলেন, আইন মেনেই ৫৭ জন বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে।

এদিকে, পুলিশ হত্যা মামলার আসামি দুবাইয়ের আরাভ খান গ্রেফতারে কোন তথ্য বাংলাদেশ পুলিশের কাছে নেই। ইন্টারপোলের সাথে যোগাযোগ চলছে বলেও জানান আইজিপি।

আয়োজিত সেমিনারে বাংলাদেশে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত লিলি নিখলোস বলেন, ইন্দোপ্যাসিফিক অঞ্চল কানাডার জন্য গুরুত্বপূর্ণ। এই অঞ্চলের নিরপত্তায় কানাডা কাজ করছে। সন্ত্রাস দমনে বাংলদেশকে প্রযুক্তিগত অগ্রগতি আনার বিষয়ে গুরুত্ব দেয় বিদেশি বিভিন্ন সংস্থা।

পাঠকের মতামত:

Back to top button