Miscellaneous News

কবর থেকে আওয়াজ আসছে, ‘আমি এখনও বেঁচে আছি’

কবর থেকে আওয়াজ – ‘আমি বেঁচে আছি, দয়া করে সাহায্য করুন, সাহায্য করুন আমায়!’ কবরস্থানের ভেতর থেকে শোনা যাচ্ছে তীব্র আর্তনাদ।

সস্প্রতি পাকিস্তানের পঞ্জাব প্রদেশে এমনই একটি ঘটনা ঘটেছে। পাঞ্জাবের তান্ডলিয়ানওয়ালার একটি কবরস্থানে ঘটা এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

খবরে বলা হয়, কবরস্থান থেকে যে আর্তনাদ শোনা যাচ্ছিল, তা মানুষেরই কণ্ঠের! কিন্তু কীভাবে কবরের মধ্যে পৌঁছালেন ওই জীবিত ব্যক্তি?

তদন্তে জানা যায়, ওই ব্যক্তি কবরস্থানে গিয়েছিলেন তার কাছের একজনের মৃত্যুতে শেষ শ্রদ্ধা জানাতে।

সেই সময়ই আচমকা ধস নামে। ধসের কবলে কবরে মাটিচাপা পড়েন তিনি।

ওই অবস্থাতেই তিনি সাহায্যের জন্য আর্তনাদ করতে থাকেন। সুত্র:ব্রেকিংনিউজ.কম.বিডি

পাঠকের মতামত:

Back to top button