ঘুমাও মা ঘুমাও, আমরা ডাক্তাররা জেগে আছি তোমার ছেলের পাশে

ঘুমাও মা ঘুমাও – করোনা ভাইরাসের সংকটের মধ্যে রাত জেগে সেবা দিয়ে যাচ্ছেন দেশের চিকিৎসকরা। দায়িত্ব পালনের সময় অসহায় মানুষের বিভিন্ন দুরবস্থার অভিজ্ঞতার সম্মুখীনও হচ্ছেন তারা।
সন্তানের প্রতি মায়ের মমতার এমনই একটি দৃশ্যের স্বাক্ষী হয়েছেন ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালের চিকিৎসক ডাঃ রাজিবুর রহমান।
সোমবার রাতে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা রোগীদের জন্য নির্দিষ্ট ওয়ার্ডে দায়িত্ব পালন করছিলেন।
সেখানে অসুস্থ ছেলের পাশে এক মাকে পেলেন। অনেক রাত জেগে কাটানো অসহায় মা ডাক্তার রাজিবুরকে দেখে সন্তানকে একটু ভালোভাবে দেখার অনুরোধ জানালেন।
এরপর যা ঘটলো তা এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি।
করোনা হাসপাতালে থাকা অবস্থায় ফেসবুকে লিখেছেন, মা তো মা-ই, তাই না! আমি এখন ৯০১ নম্বর করোনা পজেটিভ ওয়ার্ডে দায়িত্বরত আছি। একজন মা চোখে পানি নিয়া বললো বাবা আমার এই ছেলেটাই সব। বাবা একটু দেখ না। আমি বললাম আপনার ছেলেকে দেখলে আমাকে কি দিবেন মা? মা চোখে পানি নিয়ে বললেন যা চাইবে তাই দিব।
আমি বললাম, মা আমাকে অনেক দোয়া দাও, অনেক দোয়া। তোমার ছেলের সব দায়িত্ব এখন আমার। মা তুমি ঘুমাও। আমি জেগে আছি। মা ঘুমাচ্ছেন। কি শান্তির ঘুম দেখেন। মনে হয়, কতো দিন পর ঘুমাচ্ছেন। ঘুমাও মা ঘুমাও। আমরা ডাক্তাররা জেগে আছি তোমার ছেলের পাশে। আল্লাহ আমি জীবিত থাকতে এই মায়ের ছেলের যেন কিছু না হয়।