Miscellaneous News

প্রেমিকার কাছে হিরো সাজতে গিয়ে ধরা ভুয়া এএসপি

প্রেমিকার কাছে হিরো – গাজীপুরের শ্রীপুরে প্রেমিকার কাছে প্রমাণ করতে গিয়ে স্পেশাল ব্রাঞ্চের (এসবি) এএসপি পচিয়দানকারী এক প্রতারক পুলিশের কাছে ধরা পড়েছে। তার নাম কাওসার (২৮)। সে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর থানার মজিদপুর গ্রামের বাদশা মিয়ার ছেলে।

মাওনা চৌরাস্তা হাইওয়ে পুলিশ বক্স থেকে বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে তাকে আটক করা হয় বলে মাওনা হাইওয়ে থানার ওসি এআরএম আল মামুন জানান।

কাউসারকে জিজ্ঞাসাবাদের তথ্য দিয়ে ওসি মামুন বলেন, কাউসার নিজেকে জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার পরিচয় দিয়ে এক তরুণীর সঙ্গে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পরে নিজেকে জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার প্রমাণের জন্য মাওনা এলাকায় পুলিশ বক্সে যান তরুণীকে সঙ্গে নিয়ে।

ওসি বলেন, কাউসারের কথাবার্তা সন্দেহজনক হলে জিজ্ঞাসাবাদে প্রকৃত পরিচয় মেলে। প্রতারণা ধরা পড়ার সঙ্গে সঙ্গে তার সঙ্গী তরুণী কৌশলে কেটে পড়েন। কাউসারের বিরুদ্ধে ব্রাক্ষ্মণবাড়িয়া থানায় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে মামলা রয়েছে। তাকে শ্রীপুর থানায় দেওয়া হয়েছে। শ্রীপুর থানায় তার বিরুদ্ধে প্রতারণার মামলা হয়েছে।

পাঠকের মতামত:

Back to top button