Miscellaneous News

বড় ভাইকে বাঁচাতে গিয়ে ছোট ভাইয়েরও মৃত্যু

টাঙ্গাই‌লের ভুঞাপু‌রে যমুনা নদীর খানুর বাড়ির অংশে গোসলে কর‌তে গি‌য়ে দুই ভাই‌য়ের মৃত‌্যু হ‌য়েছে। সম্প‌র্কে তারা চাচা‌তো ভাই। রোববার (২৬ মার্চ) দুপুর সা‌ড়ে ১২টার দি‌কে উপ‌জেলার খানুরবা‌ড়ী এলাকায় এ ঘটনা ঘ‌টে।

নিহতরা হ‌লেন— উপ‌জেলার কষ্টাপাড়া গ্রা‌মের সুভাষ পা‌লের ছে‌লে সুজয় পাল (১৫) ও র‌ঞ্জিত পা‌লের ছে‌লে লিখন পাল (১২)। নিহত সুজয় গো‌বিন্দাসী উচ্চ বিদ‌্যাল‌য়ের দশম শ্রেণি ও লিখন ষষ্ঠ শ্রেণি‌র শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, বন্ধুরা মি‌লে বা‌ড়ির পা‌শের যমুনা নদী‌তে স্নান কর‌ছিল।এসময় বড় ভাই সুজয় সাঁতার না জানায় পা‌নি‌তে প‌ড়ে যায়। তা‌কে বাঁচা‌তে ছোট ভাই লিখন এগি‌য়ে গে‌লে সেও পা‌নি‌তে হা‌রি‌য়ে যায়। প‌রে স্থানীয়রা নদীতে স্নান কর‌তে গি‌য়ে আহতাবস্থায় দুই ভাই‌কে উদ্ধার ক‌রে উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে গেলে কর্তব্যরত চি‌কিৎসক তা‌দের মৃত ঘোষণা ক‌রেন।

হাসপাতা‌লে আনার আগেই তা‌দের মৃত‌্যু হ‌য়ে‌ছে বলে জানিয়েছেন উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সর জরুরি বিভা‌গের মে‌ডি‌কেল অফিসার ডা. সুমাইয়া জান্নাত।

পাঠকের মতামত:

Back to top button