Miscellaneous News

বরিশালের আলৈগলঝাড়ায় পিতা-পুত্রের ইসলাম গ্রহন

বরিশালের আগৈলঝাড়ায় এক পরিবারের বাবা ও ছেলে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তারা ইসলাম ধর্মের আদর্শে অনুপ্রাণিত হয়ে নিজ ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেন বরে জানা গেছে।উপজেলার রাজিহার ইউনিয়নের ভাজনা বাহাদুরপুর গ্রামের মৃত সনাতন বেপারীর ছেলে শান্তি রঞ্জন বেপারী (৫৫) ও তার ছেলে সজল বেপারী (২৫) গত ২২ মার্চ বরিশালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক সুমাইয়া রেজবী মৌরির আদালতে এফিডেভিট এর মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহন করেন। পরে জেলা কোর্ট মসজিদের ইমাম ছাহেবের কাছে কালিমা পাঠের মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আল আমীনের প্রতি পরিপূর্ন ইমান আনায়ন করেন।

ইসলাম গ্রহন করে শান্তি রঞ্জন বেপারী আবু বকর সিদ্দিকী ও ছেলের সজল বেপারী আব্দুর রহমান নাম গ্রহন করেছে বলে জানা গেছে।

মুসলিম হিসেবে পিতা-পুত্র দুজনেই শুক্রবার উপজেলা সদরের কেন্দ্রীয় জামে মসজিদে প্রথম বারের মতো তারা জুম্মার নামাজ আদায় করেন বলে জানা গেছে। এসময় মসজিদের মুসুল্লিরা তাদেরকে নতুন পোষাক সহ বিভিন্ন উপহারও প্রদান করেন।

তারা ছোটবেলা থেকে মুসলমান প্রতিবেশীর সাথে মেলামেশা এবং পবিত্র কুরআন, হাদিস ও হযরত মুহাম্মদ সা. এর জীবনী পড়ে জেনে বুঝে তারা ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে ধমান্তরিত হবার সিদ্ধান্ত গ্রহন করেন বলে পিতা-পুত্র হলফনামায় উল্লেখ করেছেন।

পাঠকের মতামত:

Back to top button