বাংলাদেশি অভিনেত্রীকে বিয়ে করতে মুসলিম হলেন কোরিয়ান ছেলে

কোরিয়া থেকে বাংলাদেশ ভ্রমন করতে আসে কিম নামের এক যুবক। বাংলাদেশে আসার পর এই দেশেই তার অনেক ভক্ত তৈরি হয়। জানা যায় প্রথমে বাংলাদেশে তিনি ব্লগিং করার জন্য আসে। এরপর ঢাকার প্ররিবেশ এবং রীতিনিতি নিয়ে তার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও পোষ্ট করেন। সেই ভিডিওই ভাইরাল হয়ে যায়। এরপর তার সাথে অনেক বাংলাদেশি ইউটিউবার দেখা করার জন্য আসে। সেখন থেকেই কিম আর মডেল পিজে হেলেনের পরিচয় হয়।
সেখান থেকেই ভালোবাস উৎপত্তি। অবশেষে দুই বছর প্রেমের পর শনিবার (১৮ মার্চ) বিয়ে করেছেন ‘দিল আমার’ খ্যাত মডেল পিজে হেলেন। বর দক্ষিণ কোরিয়ার ছেলে তাইহু কিম। তিনি বর্তমানে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ৩-এর প্রজেক্ট অ্যাকাউন্ট ম্যানেজার। বিয়ে করার জন্য কিম তার ধর্ম পরিবর্তন করে মুসলিম হয়েছেন। পারিবারিকভাবেই তাদের বিবাহ সম্পন্ন করা হয়।
পিজে হেলেন জানান, আড়াই বছর আগে দক্ষিণ কোরিয়ার এক বন্ধুর মাধ্যমে কিমের সঙ্গে তার দেখা হয়। তারপর তাদের বন্ধুত্ব হয় এবং তা প্রেমে পরিণত হয়। দুই বছর প্রেমের পর শনিবার তাদের বিয়ে সম্পন্ন হয়।
তিনি বলেন, ‘আমি কয়েকবার কোরিয়া গিয়েছি। এখন বিয়ের পর সেখানেই স্থায়ী হয়ে সংসার করব। প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করে এ বছর সেখানে যাওয়ার ইচ্ছা আছে। তার আগে আগামী জুলাইয়ে বিয়ের অনুষ্ঠান করার পরিকল্পনা করছি।
পিজে হেলেন আত্মহত্যার চার বছর বেঁচে ছিলেন। এ সময় ঘটনাটি বেশ আলোচনার সৃষ্টি করে। পরে জানা যায়, মানসিক অবসাদে তিনি আত্মহত্যা করেছেন। এরপর থেকে তাকে আর অ্যাকশনে দেখা যায়নি। তাকে শেষ দেখা গিয়েছিল 2018 সালের শেষের দিকে ‘ভাঙ্গা মানুষ’ শিরোনামের একটি মিউজিক ভিডিওতে।
২০১৫ সালে, হেলেন গ্রামীণ ফোনের বিজ্ঞাপন দিয়ে তার কর্মজীবন শুরু করেন এবং প্রথম বিজ্ঞাপনেই দর্শকদের কাছ থেকে দারুণ পরিচিতি পান। এরপর অনেক বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন তিনি। তিনি তানজিব সারওয়ারের ‘দিল আমার’ গানে মডেল হয়ে ব্যাপক জনপ্রিয়তা পান। এরপর বেশ কিছু নাটক ও মিউজিক ভিডিওতে দেখা গেছে তাকে।
বাংলাদেশের মানুষের আন্তরিকতা দেখে বাংলাদেশেই বাকি জীবন অতিবাহিত করার সিন্ধান্ত নেয় কোরিয়ান নাগরিক কিম। বর্তমানে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ৩-এর প্রজেক্ট অ্যাকাউন্ট ম্যানেজার হিসেবে কর্মরত আছেন। বিয়ের পর তিনি এদেশে নাগরিত্ব নিতে পারে বলে ধারনা করছেন অনেকেই।