Miscellaneous News

বাংলাদেশে টাকায় করোনার উপস্থিতি শনাক্ত!

টাকায় করোনার – গবেষকরা বাংলাদেশে ব্যাংক নোট তথা টাকায় মরণঘাতী করোনাভাইরাসের আরএনএ’র উপস্থিতি শনাক্ত করেছেন। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) একদল গবেষক এমন দাবি করেছেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জিনোম সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। আজ সোমবার যবিপ্রবির প্রশাসনকি ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

তাদের পরিচালিত গবেষণাপত্রের বরাত দিয়ে অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, দেশের বিভিন্ন স্থান থেকে প্রাপ্ত ব্যাংক নোট নিয়ে গবেষণা করেন তাদের গবেষক দল। এতে তারা টাকায় করোনাভাইরাসের আরএনএ’র উপস্থিতি শনাক্ত করতে পেরেছেন।

যবিপ্রবি উপাচার্য আরো বলেন, তাদের গবেষণায় এটাও দেখা গেছে যে, ব্যাংক নোটে ভাইরাসের এন-জিনের উপস্থিতি ৭২ ঘণ্টা পর্যন্ত এবং ওআরএফ জিনের স্থায়ীত্ব ৮-১০ ঘণ্টা পর্যন্ত থাকে।

গবেষণাপত্রটি ইতোমধ্যেই একটি জার্নালে প্রকাশিত হয়েছে বলেও জানান যবিপ্রবি উপাচার্য ও জিনোম সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।

পাঠকের মতামত:

Back to top button