ব্রয়লার মুরগীর দাম না কমলে কী পদক্ষেপ নেওয়া হবে জানালো এফবিসিসিআই

বাংলাদেশে প্রায় সকল ধরনের পন্যদ্রব্যের দাম অসহনীয়ভাবে বেড়ে চলেছে। এদিকে ব্রয়লার ও গরুর মাংসসহ অন্য সকল মাংসের দামও মানুষের নাগালের বাইরে চলে গেছে। এবার এ বিষয়ে নিয়ে পদক্ষেপে যাওয়ার কথা বলেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।
রমজানে কোনো ব্যবসায়ী অসৎ কাজ করলে দায়ভার নেবে না এফবিসিসিআই। সংগঠনের সভাপতি জসিম উদ্দিন বলেন, অসাধু কিছু করা হলে শাস্তিমূলক ব্যবস্থা নিতে সহায়তা করা হবে।
বৃহস্পতিবার (২৩ মার্চ) এক বৈঠকে এফবিসিসিআই সভাপতি বলেন, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দেশের বাজারে ব্রয়লার মুরগির দাম বৃদ্ধি পেয়েছে অস্বাভাবিকভাবে।
এটা কোনোভাবেই কাম্য নয়। ব্রয়লারের দাম যেন ২০০ টাকার বেশি হওয়ার কথা নয়।
জসিম উদ্দিন বলেন, ব্রয়লার ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টদের সঙ্গে বসা হবে। তাদের কাছে অস্বাভাবিক দাম বৃদ্ধির কারণ জানতে চাওয়া হবে। দাম কমাতে না পারলে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে মাংস আমদানির জন্য সরকারের প্রতি অনুরোধ জানানো হবে। মুরগী-গরুর মাংস আমদানি করা যে বাজারটা খুলে দেয়ার আহ্বানও জানানো হবে।
অনুষ্ঠানে রেস্তোরাঁ মালিক সমিতির নেতারা জানান, মাংসের দাম বৃদ্ধির সংকটের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হয়”রানির শিকার হচ্ছেন তারা। নতুন করে হয়”রানি হলে সব রেস্তোরাঁ বন্ধের হুঁশিয়ারি দেন সমিতির সভাপতি।
মূল্যবৃদ্ধি মোকাবেলার জন্য, বাংলাদেশ সরকার প্রয়োজনীয় পণ্যের সরবরাহ বৃদ্ধি, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, ভর্তুকি প্রদান এবং বাজার নিয়ন্ত্রণের মতো ব্যবস্থা নেওয়ার বিষয় থেকে এখন সরে এসেছে। এদিকে প্রধানমন্ত্রী ভোক্তাদের ক্রয় সম্পর্কে সচেতন হতে, অনাবাদি জমিতে উৎপাদন বৃদ্ধি ও অপচয় কমানোর জন্য অনুরোধ করেছেন।