Miscellaneous News

ভাড়াটিয়া অপহরণ করলেন বাড়ির মালিকের সন্তান!

ভাড়াটিয়া অপহরণ –  ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ২০ মাস বয়সী সিফাত মোল্লা নামে এক শিশুকে অপহরণ করেছে বাড়ির ভাড়াটিয়া। পরে বাড়ির মালিকের কাছ থেকে মুক্তিপণ দাবি করেছেন তিনি।

রবিবার দুপুরে পৌরশহরের দেবগ্রাম থেকে সিফাতকে অপহরণ করা হয়। সিফাত ওই এলাকার শিপন মোল্লার ছেলে।
অভিযুক্ত ভাড়াটিয়া নোয়াখালীর সোনাপুরের ফারুক মিয়া ও তার স্ত্রী।

সিফাতের বাবা শিপন মোল্লা বলেন, তাদের বাড়িতে ৭-৮ মাস আগে ফারুক মিয়া ও তার স্ত্রী ঘর ভাড়া নেয়। তাদের কোনো সন্তান ছিল না। সিফাতকে তারা আদর করত। রবিবার দুপুরে থেকে সিফাতকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ফারুকের ঘরে তালা ঝুলছে।

পরে ফারুক ফোন দিয়ে বলেন, সিফাত তাদের কাছে আছে। ৫ হাজার টাকা দিলে সিফাতকে ফেরত দেবেন তারা। একটি বিকাশ নম্বরও দেওয়া হয়। পরে তিনি রাতেই থানায় একটি অভিযোগ দেন।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রসুল আহমেদ নিজামী বলেন, অপহরণকারীদের অবস্থান সম্পর্কে অনেকটা নিশ্চিত হওয়া গেছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আশা করছি শিশুটিকে উদ্ধার করা যাবে।

বিডি প্রতিদিন

পাঠকের মতামত:

Back to top button