Miscellaneous News

মসজিদে বি’স্ফোর’ণ স্বামী মা’রা যেতেই অসুরের ভূমিকায় ভাসুর!

অসুরের ভূমিকায় ভাসুর – ফটো সাংবাদিক নাদিম আহমেদ। খুব সাদাসিধে জীবনযাপন করতেন। খুব একটা অভাবী না হলেও ক’ষ্টেই সংসার চলতো তার। জীবদ্দশায় বড় ভাই হেলাল কখনই নাদিম ও তার স্ত্রী’ পুত্রের কোনো খোঁজ খবর নিতে যাননি। তল্লায় ম’সজিদ ট্রাজেডিতে অ’গ্নিদ’গ্ধ হয়ে মা’রা গেছেন নাদিম হোসেন।আর এ ঘ’টনায় নাদিমের স্ত্রী’ লিমা আহমেদ ও একমাত্র পুত্র নাফি আহমেদ ভাসছেন শোকের সাগরে। তারা এখনও শোক কা’টিয়ে উঠতে পারেনি। অথচ নাদিমের বড় ভাই হেলাল ক্ষ’তিপূরণের খবর পেয়ে নাদিমের সদ্য বিধবা স্ত্রী’ ও এতিম পুত্রকে ব’ঞ্চিত করতে উঠে পড়ে লেগেছে বলে অ’ভিযোগ পাওয়া গেছে।

ফটোসাংবাদিক নাদিমের বড় ভাই হেলালের লো’লুপ দৃষ্টি পড়েছে ক্ষ’তিপূর’ণের টাকার উপর। যদিও এখনও বড় ধরনের ক্ষ’তিপূ’রণ পাওয়া যায়নি। তার আগেই ভাসুর হেলাল অ’সুর হয়ে আবি’র্ভূত হয়েছেন। জানা যায়, গত ৪ সেপ্টেম্বর ফতুল্লার পশ্চিমতল্লা এলাকার বাইতুস সালাত জামে ম’সজিদে বিকট শব্দে বি’স্ফোর’ণ ঘ’টনায় দ’গ্ধ অবস্থায় ৩৭ জনকে জাতীয় শেখ হাসিনা বা’র্ন অ্যান্ড প্ল’স্টিক সা’র্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।এদের মধ্যে ২৮ জন মা’রা গেছেন। মা’রা যাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন নাদিম আহমেদ। নাদিমকে হা’রিয়ে তার পরিবারে চলছে শোকের মাতম। সেই সাথে নাদিম পরিবারের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন মহল। বিভিন্ন পর্যায় থেকে নাদিম আহমেদের স্ত্রী’ ও সন্তানকে নানাভাবে সহযোগিতা করা হচ্ছে।

এরই মধ্যে গত ৭ সেপ্টেম্বর বিকাল ৫টায় ডনচেম্বারস্থ কাউন্সিলর নিজ বাড়ীতে নি’হত ফটো সাংবাদিক নাদিম আহম্মেদের স্ত্রী’ লিমা আহম্মেদ ও তাদের একমাত্র ছে’লে নাফি আহম্মেদের কাছে নগদ অর্থ, একটি সেলাই মেশিন, এক বস্তা চাল, তেল, ডাল, ৫বছর বাড়ী ভাড়া মওকুফ,ছে’লে নাফি’র ৯ম শ্রেণী থেকে ডিগ্রী পর্যন্ত পড়াশোনার খরচ বহন করবেন কাউন্সিলর শওকত হাসেম শকু ও তার স্ত্রী’ দিপা হাসেম পরিবার। এদিকে বায়তুস সালাত জামে ম’সজিদে বি’স্ফোরণ ও অ’গ্নিকা’ন্ডের ঘট’নায় নি’হ’তদের পরিবার ও দ’গ্ধদের প্রত্যেকের পরিবারকে প্রাথমিকভাবে পাঁচ লাখ টাকা করে দিতে নির্দেশ দিয়েছে হাই’কোর্ট।

৯ সেপ্টেম্বর হাই’কোর্টের বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ আগামী সাতদিনের মধ্যে এই টাকা দিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে। আর এইসকল ক্ষ’তিপূর’ণের টাকার উপর নজর পড়েছে নাদিম আহমেদের বড় ভাই হেলালের।হেলাল চাচ্ছে নাদিমের ছে’লের দোহাই দিয়ে তার সমস্ত ক্ষ’তিপূ’রণের টাকা নিজে গ্রহণ করতে। তার অ’ভিযোগ নাদিমের স্ত্রী’ টাকা পেয়ে ছে’লের খবর না নিয়ে ছে’লেকে রেখেই অন্য জায়গায় বিয়ে করতে পারে। আর তাই নাদিম আহমেদের স্ত্রী’র উপড় বড় ভাই হেলাল আস্থা রাখতে পারছে না। কিন্তু নাদিমের স্ত্রী’র পক্ষের লোকজনের বক্তব্য হচ্ছে, নাদিমের জন্য তার বড় ভাই হেলালের দরদ এতদিন কোথায় ছিল।

পাঠকের মতামত:

Back to top button