যে দেশে কামানের গোলা ছুড়ে শুরু হয় ইফতার
রোজা শেষে ইফতারের সময় হলে ছোঁড়া হয় কামানের গোলা। সঙ্গে সঙ্গে পুরো দেশ জুড়ে মসজিদের মাইকে শুরু হয় আযান। রোজাদাররা মুখে তুলে নেন ইফতার। দেশটির নাম কাতার। আরবের শতবছরের পুরনো প্রথা, যা বর্তমানে একটি জনপ্রিয় ঐতিহ্যে পরিণত হয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে।
নির্দিষ্ট সময়ে ইফতার সারতে দোহার উৎসবের কেন্দ্রবিন্দু সুক ওয়াকিফ প্রাঙ্গনে ছোঁড়া হয় ওই কামানের গোলা। আর তা ঘিরে উৎসবে মেতে উঠে শিশুসহ ছোট বড় সব বয়সীরা।
এ সময় উপস্থিত শিশুদের বিনামূল্যে হরেক রকমের খেলনাপাতি উপহার হিসেবে বিতরণ করে দেশটির সরকার। এছাড়াও কামানের গোলা ছোঁড়া দেখতে আসা উপস্থিত প্রতিদিন ৫শ’র অধিক পরিবারগুলোর সবাইকে উপহার হিসেবে এক বোতল পানি, দই ও এক প্যাকেট খেজুর হাতে পৌঁছে দেয় সেচ্ছাসেবীরা।
নির্দিষ্ট সীমানা ঘেরা জায়গায় সূর্যাস্তের এক ঘণ্টা পূর্বে কাতার সশস্ত্র বাহিনীর চৌকস এক দল সেনা সদস্যরা নিয়ে আসেন কামান ও গোলা। চলতে থাকে অপেক্ষার পালা এর মাঝে গোলা ছুঁড়তে প্রস্তুতি নেয় সেনা সদস্যরা। এ সময় আয়োজনটি স্থানীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়।