Miscellaneous News

লন্ডন থেকে মধ্যরাতে ঢাকায় ছুটে এলেন কোকোর স্ত্রী শর্মিলা

হঠাৎ করেই দেশে এসেছেন বিএনপির চেয়ার পার্সন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি। জানা গেছে অসুস্থ শাশুড়িকে দেখতেই তিনি বাংলাদেশে এসেছেন।

মঙ্গলবার (২১ মার্চ) মধ্যরাতে তিনি লন্ডন থেকে ঢাকায় আসেন। দেশে ফিরে তিনি গুলশানে বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় অবস্থান করছেন।

দলীয় সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন ৭৮ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে তিনি ঢাকায় আসেন। কয়েকদিন গুলশানের বাসায় শাশুড়ির সঙ্গে থাকবেন তিনি।

উল্লেখ্য, দীর্ঘদিন থেকেই বেগম খালেদা জিয়া নানা শারীরিক জটিলতায় ভুগছেন এবং মাঝে মধ্যেই চিকিৎসকের কাছে যাচ্ছেন চেকাপ করতে। এদিকে শাশুড়ির শারীরিক খোঁজ খবর নিতে ঢাকায় এলেন কোকোর স্ত্রী।

পাঠকের মতামত:

Back to top button