শিপ্রার ভিডিও দেখে হতভম্ব আসিফ নজরুল

শিপ্রার ভিডিও দেখে – কক্সবাজারের মেরিনড্রাইভে পুলিশের গু’লিতে নি’হত অবসরপ্রাপ্ত মেজর সিনহার সহযোগী স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিপ্রা দেবনাথের সাম্প্রতিক কিছু ভিডিও ও ছবি নিয়ে সমালোচনার ঝড় শুরু হয়েছে সামাজিক মাধ্যমে। শিপ্রার বক্তব্য নিয়ে অনেকেই ক্ষো’ভ ঝেড়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড.আসিফ নজরুল শিপ্রার ভিডিওটি দেখে ‘হতভম্ব’ হয়েছেন বলে জানিয়েছেন একটি ফেসবুক স্ট্যাটাসে।
ড. আসিফ নজরুল তার ভেরিফাইড ফেসবুক পেজে স্ট্যাটাসে বলেন, ‘মেজর সিনহার হ’ত্যাকাণ্ডের পর শিপ্রা দেবনাথের একটি ভিডিও দেখে হতভম্ব হয়ে গেছি। মনে হয়েছে অবসরপ্রাপ্ত মেজর সিনহার হ’ত্যার বিচার না, শিপ্রার আসল চিন্তা ইউটিউব চ্যানেলের উপর নিয়ন্ত্রণ নিয়ে। মেয়েটি সেখানে যেভাবে বলল সিনহা ‘মা’রা গেছে’ মনে হলো যেন তাকে কেউ হ’ত্যা করেনি, পাহাড়-টাহার থেকে দু’র্ঘটনাবশত পড়ে মৃ’ত্যুটি ঘটেছে!
তার সাথে সিনহার যতো অন্তরঙ্গ সম্পর্ক থাকুক না কেন, পাবলিকলি সে যেভাবে সিনহা, সিনহা বলে তাকে উল্লেখ করেছে তা অত্যন্ত অরুচিকর লেগেছে আমার কাছে। আর এত ঘনিষ্ঠ যদি হয় তাদের সম্পর্ক, তাহলে তার ম’র্মান্তিক হ’ত্যাকান্ডের পর শিপ্রার আচার-আচরণ তো স’ন্দেহজনক বলতে হবে!
পুরো ভিডিওটা দেখে আমি এমন বির’ক্ত হয়েছি যে তা বলার মতো না। কি দুর্ভাগ্য, মেজর সিনহা এমন একটা আজব সহকর্মী রেখে গেছেন তার সম্পর্কে বলার জন্য।’
গত ৩১ জুলাই রাতে টেকনাফ বাহারছড়া চেকপোস্টে তল্লা’শির সময় পুলিশের গু’লিতে নি’হত হন সে’নাবা’হিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ ঘটনায় পুলিশ বা’দী হয়ে টেকনাফ থানায় হ’ত্যা ও মা’দক আইনে এবং রামু থানায় মা’দক আইনে পৃথক ৩টি মা’মলা দা’য়ের করে। এ মা’মলায় নি’হত মেজর সিনহা মো. রাশেদ খানের সঙ্গে থাকা শাহেদুল ইসলাম সিফাত ও শিপ্রা রানী দেব নাথকে গ্রে’ফতার দেখিয়ে কা’রাগারে পাঠায় পুলিশ।
৫ আগস্ট নি’হত সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস বা’দী হয়ে কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যা’জিস্ট্রেট আ’দালতে ইন্সপেক্টর লিয়াকত, ওসি প্রদীপ কুমার দাশসহ ৯ জনের বি’রুদ্ধে হ’ত্যা মা’মলা দা’য়ের করেন। ৬ আগস্ট বরখাস্ত ওসি প্রদীপ ও লিয়াকতসহ ৭ আ’সামি কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল আ’দালতে আত্মসমর্পণ করেন।