Miscellaneous News

সুখী দেশের শীর্ষে থাকা ফিনল্যান্ডের মানুষ কেন এতো সুখী?

টানা ষষ্ঠবারের মতো বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকার শীর্ষস্থানে আছে ফিনল্যান্ড। কী আছে সেই দেশে, যার কারণে বছরের পর বছর তারা সবচেয়ে সুখী দেশ? বিষয়টি নিয়ে জনমনে রয়েছে আগ্রহ।

প্রতিবছর ২০ মার্চ সুখ দিবসে বিশ্বের সুখী দেশের তালিকা প্রকাশ করে আসছে জাতিসংঘ। এবারও প্রকাশ করা হয়েছে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২৩। জাতিসংঘের ‘সাসটেইনেবল ডেভলপমেন্ট সল্যুশন নেটওয়ার্ক (এসডিএসএন)’ মোট ৬টি বিষয়ের উপরে এই রিপোর্ট তৈরি করে থাকে।

১৫০টিরও বেশি দেশের মানুষের জীবনধারা পর্যবেক্ষণে সামাজিক সহায়তা, আয়, স্বাস্থ্য, স্বাধীনতা, উদারতা এবং দুর্নীতির অনুপস্থিতি দেখা হয়ে থাকে সুখ সূচক তৈরিতে। বিবেচনা করা হয় সব দেশের মানুষের মধ্যে সুখ ও দুঃখের অনুপাত। আর এসবের বিচারে সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড।

ফিনিশ দার্শনিক এবং মনোবিজ্ঞান গবেষক ফ্রাঙ্ক মার্টেলার বলেন, ফিনল্যান্ডের জনগণের সুখী থাকার অনেকগুলো কারণের মধ্যে কিছু কারণ হলো- তারা নিজেকে অন্যের সাথে তুলনা করে না, প্রকৃতির অবদানকে উপেক্ষা করে না এবং নিজ জনগোষ্ঠীর বিশ্বাস ভঙ্গ করে না।

ফ্রাঙ্ক মার্টেলা আরও বলেন, সুখী হওয়ার জন্য সেই কাজ করা উচিত, যা আপনাকে সফল করার চেয়ে খুশী করে। আর এজন্য নিজের কাজের একটা মানদন্ড ঠিক করা খুবই জরুরি এবং কোনো সময়ই নিজেকে অন্যের সাথে তুলনা করা উচিত নয়।

ফিনল্যান্ডের জনগণ তাদের সুখী থাকার উপায় অন্যদের শিখাতে রাজি। যেসব পর্যটকরা ফিনল্যান্ডে ঘুরতে যান, তাদের বিনামূল্যে সুখী থাকার উপায়ের ওপর ক্লাস নেবার প্রস্তাব করা হয়। ওইসব ক্লাসে নিজেদের ভেতরে সুখ খুঁজে বের করা শিখানো হয়। বিশেষজ্ঞরা শিখিয়ে থাকেন, কীভাবে পরিবেশসম্মত জীবনযাপন, স্বাস্থ্য ভারসাম্য, রুটিনমাফিক প্রতিদিন, খাদ্যাভাস মেনে ভালো থাকতে হয়।

সুখী দেশের তালিকায় ফিনল্যান্ডের পর দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে ডেনমার্ক ও আইসল্যান্ড। চতুর্থ ইসরায়েল ও পঞ্চম নেদারল্যান্ডস। সেরা ১০টি সুখী দেশের মধ্যে এরপর রয়েছে সুইডেন (ষষ্ঠ), নরওয়ে (সপ্তম), সুইজারল্যান্ড (অষ্টম), লুক্সেমবার্গ (নবম) ও নিউজিল্যান্ড (দশম)। অবাক করা বিষয় বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্র যুক্তরাষ্ট্র এই তালিকায় প্রথম দশে জায়গা করতে পারেনি। তারা আছে তালিকার ১৫তম স্থানে। আর সুখী দেশের তালিকায় এবার সবচেয়ে নিচে রয়েছে আফগানিস্তানের নাম। আগের বছরও এই তালিকায় সবার নিচে ছিল আফগানিস্তান।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে নেপালের অবস্থান ৭৮। পাকিস্তান ১০৮, শ্রীলঙ্কা ১১২, ভারত ১২৬তম অবস্থানে রয়েছে। আর তালিকায় বাংলাদেশের অবস্থান ১১৮তম।

২০২২ সালের সুখী দেশের তালিকায় বিরাট প্রভাব ফেলেছে করোনা মহামারি। করোনা সারাবিশ্বের মানুষের ভালো থাকার বাধা হিসেবে খরচ বাড়িয়ে দিয়েছে, তার সঙ্গে বেড়েছে ভয়াবহ বেকারত্ব। যার সরাসরি প্রভাব পড়েছে বিভিন্ন দেশের সূচকে।

পাঠকের মতামত:

Back to top button