২৫০ টাকা কেজিতে মিলছে ইলিশ

মিলছে ইলিশ – ইলিশ মাছের দাম হঠাৎ করেই কমে গেছে। মূলত গত কয়েকদিন ধরে বঙ্গোপসাগরে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে বড় আকারের রুপালি ইলিশ ধরা পড়ছে। এর ফলে মৎস বন্দরগুলোতে ইলিশ ভর্তি এত বেশি ট্রলার ভিড় করছে যে, দাম এসে ঠেকেছে কেজিতে মাত্র ২৫০ টাকা। সোমবার পটুয়াখালীর কুয়াকাটার মহিপুর-আলীপুর মৎস্য বন্দরে এমন চিত্রই দেখা গেছে।
ইলিশ বিক্রি করতে আসা জেলেরা জানান, প্রতিদিন সকালে বন্দরে ইলিশ নিয়ে অনেকগুলো ট্রলার ভিড়ছে, তাই দামও কমে গেছে। গত ১৫ দিন আগেও এক থেকে দেড় কেজি ওজনের ইলিশের মণ ছিল ৪০ হাজার টাকা। বর্তমানে তা মাত্র ২৪ হাজার টাকায় বিক্রি হচ্ছে। ৭০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশের মণ ছিল ৩০ হাজার টাকা। সেটির দাম এখণ ১৫-১৭ হাজার টাকা।
এ বিষয়ে পটুয়াখালী সদর উপজেলার মৎস্য কর্মকর্তা মো. নাসির উদ্দীন বলেন, নিষেধাজ্ঞার সময় মাছ না ধরাতেই এখন ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে রুপালি ইলিশ। মাছ বৃদ্ধি পাওয়ায় অন্যরকম ভালো লাগা কাজ করছে। কারণ এর পেছনে মৎস্য বিভাগেরও অবদান রয়েছে।
স্থানীয় এক আড়তদার বলেন, তিনি জেলেদের কাছ থেকে মাছ সংগ্রহ করে ঢাকায় পাঠান। সোমবার সকালে ১১০০-১২০০ গ্রাম ওজনের ইলিশের কেজি ৮০০ টাকা, এক কেজি ৫০০ গ্রাম ওজনের ৯০০ টাকা, এক কেজি ৭০০ টাকা এবং ৩০০-৬০০ গ্রাম ওজনের ইলিশ কেজিতে ২৫০ টাকায় বিক্রি হয়েছে।
পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা ইমদাদুল্লাহ বলেন, নিষেধাজ্ঞার সময় জেলেরা মাছ ধরে নাই। তাদের সচেতনতার কারণেই ইলিশের উৎপাদন ও আকার বেড়েছে। আগের বছরগুলোর তুলনায় এবার মাছ বেশি ধরা পড়ছে, তাই দামও কম।