National News

আগামীকাল ঢাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব স্থানে

গ্যাস থাকবে না – রাজধানীতে গ্যাস পাইপলাইন স্থানান্তর ও গ্রাহক সংযোগ প্রতিস্থাপন কাজের টাই-ইনের জন্য আগামীকাল মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর থেকে রাজধানীর কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সোমবার (১০ আগস্ট) তিতাস গ্যাস কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা তেজগাঁও রেলস্টেশন সংলগ্ন এলাকা, তেজকুনিপাড়া, পশ্চিম নাখালপাড়া ও আশপাশের এলাকায় সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

ফেসবুকে ওসি প্রদীপের উপদেশ

মেজর (অব:) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় টেকনাফ থানার প্রত্যাহার হওয়া ওসি প্রদীপ কুমার দাশের একটি উপদেশ ফেসবুকে ভাইরাল হয়েছে। যেখানে লেখা রয়েছে, প্রিয় অভিভাবক, আপনার সন্তানকে নৈতিক শিক্ষা দেয়া আপনার নৈতিক দায়িত্ব। নজর রাখুন সে কার সাথে মেলামেশা করছে।

এখন প্রতিদিনই প্রকাশ হচ্ছে ওসি প্রদীপ কুমার দাশের অপকর্মের ফিরিস্তি। সোশ্যাল মিডিয়াতেও বিস্তর চর্চা হচ্ছে তাকে নিয়ে। এর পরিপ্রেক্ষিতেই তার উপদেশ সম্বলিত বিলবোর্ডের ছবি ভাইরাল হয়েছে ফেসবুকে।

উল্লেখ্য, গত ৩১ জুলাই রাতে শামলাপুরের পাহাড়ি এলাকা থেকে শুটিংয়ের কাজ শেষে ফেরার পথে তল্লাশির সময় পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর সাবেক মেজর সিনহা। এ ঘটনায় দায়ের করা মামলায় এখন পুলিশের হেফাজতে আছেন প্রদীপ কুমারসহ ৯ আসামি।

পাঠকের মতামত:

Back to top button