National News

আগুনে চুল-দাড়ি পুড়ে যাওয়ায় স্বামীকে চিনতে পারছেন না স্ত্রী!

আগুনে চুল-দাড়ি  – নারায়ণগঞ্জে মসজিদে এসি বিস্ফোরণে দগ্ধ হয়ে চুল-দাড়ি পুড়ে যাওয়ায় স্বামীকে চিনতে পারছেন না এক নারী।

ঢাকা মেডিকেলের শেখ হাসিনা বার্ন ইউনিটে স্বামী মো. ইব্রাহিমকে (৪২) খুঁজতে আসা নাসরিন আক্তার দেশ রূপান্তরকে এমনটাই জানান। স্বামীকে খুঁজে না পেয়ে হাসপাতালে আহাজারি শুরু করেন তিনি।

তিনি বলেন, তার স্বামী ইব্রাহিম এলাকার একটি গার্মেন্টসে চাকরি করেন। এক ছেলে ও এক মেয়েকে নিয়ে ঘটনাস্থলের পাশেই তারা থাকেন। আজও তার গার্মেন্টস খোলা ছিল। বিকেলে গার্মেন্টস থেকে বাসায় ফিরে। এরপর রাতে এশার নামাজ পড়তে ওই মসজিদে যায় সে। তার কিছুক্ষণ পরই একজন দৌড়ে বাসায় এসে মসজিদে বিস্ফোরণের খবর দেয়।

তিনি বলেন, খবর শুনে দৌড়ে মসজিদে গিয়ে বহু মানুষকে ঝলসানো অবস্থায় দেখি। কিন্তু আমার স্বামীকে খুঁজে পাইনি। এরপর পাশের হাসপাতালেও খোঁজ করি, সেখানেও তাকে পাইনি। পরে অনেকে শেখ হাসিনা বার্ণ ইউনিটের কথা বললে এখানে এসেও তাকে খুঁজে পাচ্ছি না। দগ্ধ কাউকেই চেনা যাচ্ছে না। আমার স্বামীর মুখে দাড়ি ছিল। আগুনে তো সবারই চুল-দাড়ি সব পুড়ে গেছে।

শুক্রবার রাত পৌনে ৯টার দিকে নারায়ণগঞ্জে  সদর উপজেলার ফতুল্লা থানার পশ্চিম তল্লার বাইতুছ সালাত জামে মসজিদে এশার নামাজ শেষে মোনাজাত চলাকালে এসি বিস্ফোরণ হয়।  তবে বিস্ফোরণের পরপরই মসজিদের ফ্লোরের নিচ থেকে গ্যাস বের হওয়ার তথ্য পেয়েছেন তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাদের ধারণা, এটি তিতাসের লাইনের লিক থেকে হতে পারে।

এতে মসজিদের ইমাম, মোয়াজ্জিনসহ গুরুতর দগ্ধ ৩৭ জনকে ঢাকা মেডিকেলের শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের শরীর ৮০ থেকে শতভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ঢাকা মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে।

পাঠকের মতামত:

Back to top button