National News

গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৬টি ইউনিট

গাজীপুরে ঝুটের গুদামে – গাজীপুরের কোনাবাড়ীতে একটি ঝুটের গুদামে আগুন আগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। শনিবার (৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটের সময় আগুন লাগার খবর পাওয়া গেছে। তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির সম্পর্কে জানা যায়নি।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ ও স্থানীয়রা জানিয়েছেন, শনিবার (৫ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে ওই গুদামে আগুন লাগে। স্থানীয়রা আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। কাশিমপুর ডিবিএল, জয়দেবপুর ও কালিয়াকৈর ফায়ার স্টেশনের ছয়টি ইউনিটের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন।

রাত সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত আগুন নেভানো সম্ভব হয়নি।

পাঠকের মতামত:

Back to top button