National News

গ্রেপ্তারের আগ মুহূর্তে যে কথা বলেছিলেন সাবরিনা

বলেছিলেন সাবরিনা – জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ। প্রাণঘাতী করোনাভাইরাসের পরীক্ষা ছাড়াই ভুয়া রিপোর্ট দেয়ার ঘটনায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১২ জুলাই) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।

এদিকে গ্রেপ্তারের ঠিক আগ মুহূর্তে সাবরিনা দাবি করেন, জেকেজির অনিয়মের খবর তিনি স্বাস্থ্য অধিদপ্তরকে জানিয়েছিলেন। এছাড়া স্বামীর এই সংস্থার সঙ্গে তার কোনও সম্পৃক্ততা নেই।

অবশ্য আরেকটি গণমাধ্যমে সাবরিনা তারও আগে দাবি করেন, জেকেজি হেলথ কেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা তার স্বামী আরিফের সাথে তার কোনও সম্পর্কও নেই। তাদের নাকি তালাক হয়ে গেছে। আর তা কার্যকর হতে দুই মাস সময় লাগবে।

এদিকে রোববার (১২ জুলাই) দুপুর সোয়া ১টার দিকে পুলিশ এই চিকিৎসককে ডেকে নিয়ে যায় ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের কার্যালয়ে। তার পরপরই তাকে গ্রেপ্তার দেখানো হয়।

মূলত করোনা পরীক্ষা ছাড়াই ভুয়া রিপোর্ট দিয়ে গ্রেপ্তার হওয়া জেকেজি হেলথ কেয়ারের সিইও আরিফ চৌধুরীর প্রতারণার নেপথ্যে ছিলেন তার স্ত্রী ডা. সাবরিনা আরিফ চৌধুরী। তাদের এক ল্যাপটপেই পাওয়া গেছে ১৫ হাজারেরও বেশি করোনার ভুয়া টেস্ট রিপোর্ট।

এদিকে ডা. সাবরিনার বিষয়ে তদন্ত-সংশ্লিষ্টরা বলছেন, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসক হিসেবে চাকরিতে থেকেই জেকেজির চেয়ারম্যান পদে ছিলেন তিনি। কীভাবে, কার মাধ্যমে তিনি এ কাজ হাতিয়েছেন, সে ব্যাপারে চলছে অনুসন্ধান।

জেকেজির প্রতারণা থেকে ডা. সাবরিনার কোনোভাবেই দায় এড়ানোর সুযোগ নেই। কারণ তার স্বামী আরিফ চৌধুরী জিজ্ঞাসাবাদে প্রতিষ্ঠানের সঙ্গে সাবরিনার সক্রিয় সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।

পাঠকের মতামত:

Back to top button