National News

পাঁচ প্রতিষ্ঠানের করোনা পরীক্ষার অনুমতি স্থগিত

করোনা পরীক্ষা করার অনুমোদন দেয়ার পর নির্ধারিত সময়ে কার্যক্রম শুরু করতে ব্যর্থ হওয়ায় এবার সাময়িকভাবে পাঁচটি প্রতিষ্ঠানকে দেয়া করোনা পরীক্ষার অনুমোদন স্থগিত করেছে স্বাস্থ্য অধিদফতর।

আজ স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত পৃথক পাঁচটি বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়।

করোনা পরীক্ষার অনুমোদন স্থগিত হওয়া প্রতিষ্ঠানগুলো হলো- সাহাবউদ্দিন মেডিকেল কলেজ ও হাসপাতাল- গুলশান ২, স্টিমজ হেলথ কেয়ার (বিডি) লিমিটেড, কেয়ার মেডিকেল কলেজ-ঢাকা, এপিক হেলথ কেয়ার, থাইরোকেয়ার বাংলাদেশ লিমিটেড-গুলশান-ঢাকা।

ল্যাবরেটরি সম্পূর্ণভাবে করোনা পরীক্ষার জন্য প্রস্তুত করা হলে পুনরায় স্বাস্থ্য অধিদফতরে আবেদন করে ওষুধ প্রশাসন অধিদফদতর পিসিআর মেশিন ও কিটের অনাপত্তিপত্র সংগ্রহ করতে হবে। তারপর সরেজমিনে পরিদর্শন করে রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেবে স্বাস্থ্য অধিদফতর।

পাঠকের মতামত:

Back to top button