National News

বাধ্যতামূলক করা হচ্ছে ভূমি বণ্টননামা, যে সুফল পাবে মানুষ

জমি বিরোধের ঘটনা নতুন কোনো বিসয় নয় আমাদের দেশে। দেশে ভূমি সংক্রান্ত আইনের অভাব নেই, কিন্তু তারপরও এই খাতটিতে দূর্নীতি সবচেয়ে বেশি। এদিকে এই ভুমি সংক্রান্ত বিষয়ের কারনে নানা ধরনের বিরোধ দেখা দেয় পরিবারের মধ্যে এবং প্রাণহানির মতো ঘটনাও ঘটে। এবার এই বিষয়টি কিছুটা যাতে সমাধান হয় সেজন্য পদক্ষেপে যাচ্ছে সরকার।

জমির মেয়াদ নিয়ে জটিলতা এড়াতে ভূমি বণ্টননামা বাধ্যতামূলক করা হচ্ছে। এ কথা জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

তিনি বলেন, পৈত্রিক সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধ ও কলহ-বিবাদ ঘটার ঘটনা ঘটে। এ সমস্যা সমাধানে আমরা ভূমি বণ্টন ব্যবস্থা কার্যকর ও বাধ্যতামূলক করতে যাচ্ছি। এছাড়া ‘ল্যান্ড ক্রাইম ডিসপিউট’ কমাতে আমরা আইন করতে যাচ্ছি।

রোববার চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ৩০তম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোকে সনদ ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

চেম্বার সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এম এ লতিফ এমপি। চেম্বারের পরিচালক একেএম আখতার হোসেন ও মোঃ অহিদ সিরাজ চৌধুরী স্বপন। চেম্বার পরিচালক জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, অঞ্জন শেখর দাশ, মো: ইফতেখার ফয়সাল, এস এম তাহসিন জোনায়েদ, তানভীর মোস্তফা চৌধুরী প্রমুখ।

মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্য থেকে জুরি বোর্ড কর্তৃক মনোনীত সেরা প্যাভিলিয়ন, স্টল এবং দেশীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশেরও শ্রীলঙ্কার মতো একই পরিস্থিতি হবে বলে ভূমিমন্ত্রী মন্তব্য করেন। মন্ত্রী জোর দিয়ে বলেন, এই ধরনের বিশ্বাস যাদের হয়েছিল, তাদের সেই বিশ্বাস ভঙ্গ হয়েছে। বাংলাদেশ শ্রীলঙ্কার পদাঙ্ক অনুসরণ করেনি, বরং শ্রীলঙ্কার চেয়ে অনেক শক্তিশালী অবস্থান তৈরি হয়েছে বাংলাদেশে।

পাঠকের মতামত:

Back to top button