National News

যা পাওয়া গেল সাহেদের বাসায়

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদকে নিয়ে তার উত্তরার বাসায় অভিযান চারিয়েছে র‌্যাব। বুধবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে র‌্যাবের একটি দল এ অভিযান শুরু করে। প্রায় এক ঘণ্টার অভিযান শেষে তাকে আবারও র‌্যাব সদর দফতরে নেয়া হয়েছে।

অভিযানে শাহেদের বাসায় বিপুল পরিমাণ জাল টাকা পাওয়া গেছে বলে নিশ্চিত করেছে অভিযানে অংশ নেয়া আইন শৃঙ্খলাবাহিনীর একটি সূত্র। তবে অভিযানের বিষয়ে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের কাছে জানতে চাইলে তিনি এই মুহূর্তে কিছু বলতে রাজি হননি।

র‌্যাবের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি। ঘটনাস্থল থেকে সময় নিউজের সংবাদকর্মীরা জানিয়েছেন, র‌্যাব সদস্যরা দুইটি শাবল নিয়ে শাহেদের বাসায় প্রবেশ করে। সেখানে হয়তো এমনকিছু লুকিয়ে রাখা হয়েছে, যা ভাঙতে হবে।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে তাকে নিয়ে উত্তরা ১১ নম্বর সেক্টরের ২০ নম্বর সড়কের ৬২ নম্বর বাড়ির একটি ফ্ল্যাটে এ অভিযান শুরু হয়।

র‌্যাব মিডিয়া উইংয়ের পরিচালক আশিক বিল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেফতার হওয়া রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান মো. সাহেদকে নিয়ে ওই ভবনের ৪ (এ) নম্বর ফ্ল্যাটে অভিযান চালানো হচ্ছে।

জানা গেছে, বুধবার সকাল থেকেই উত্তরার ওই ভবনটি ঘিরে রাখে র‌্যাব। দুপুর ১২টার পর সাহেদকে নিয়ে ওই ভবনের ভেতরে প্রবেশ করে র‌্যাব। তখন তিনি বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পরা ছিলেন। এর আগে ওই ভবনে র‍্যাবের নির্বাহী মেজিস্ট্রেট সারোয়ার আলম প্রবেশ করেন।

তবে যে ফ্ল্যাটটিতে অভিযান চালানো হচ্ছে, তা সাহেদের নিজস্ব কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে র‌্যাবও কিছু জানায়নি।

বুধবার ভোর ৫টা ২০ মিনিটে সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের লবঙ্গবতী নদীর তীর সীমান্ত এলাকা থেকে সাহেদকে গ্রেফতার করে র‍্যাব।

র‌্যাব সূত্রে জানা গেছে, কোমরপুর সীমান্ত দিয়ে নৌকায় করে ভারতে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। এ সময় তিনি জিন্সের প্যান্ট ও নীল রঙের শার্টের ওপর কালো রঙের বোরকা পরে ছিলেন। সাহেদ গ্রেফতার এড়াতে গোফ কেটে ফেলেছিলেন, সাদা চুল কালো করেছিলেন।

গ্রেফতারের পর সেখান থেকে হেলিকপ্টারে করে সাহেদকে ঢাকায় আনা হয়। এরপর উত্তরার ওই ভবনে অভিযান শুরু করে র‌্যাব।

এর আগে বুধবার ভোরে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ করিমকে সাতক্ষীরা থেকে গ্রেফতার করে র‌্যাব। এসময় তার কাছ থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়। ভোর ৫টা ১০ মিনিটে সাতক্ষীরার সীমান্তের দেবহাটা থানার সাকড় বাজারের পাশে অবস্থিত লবঙ্গপতি এলাকা থেকে বোরকা পরে নৌকায় পালিয়ে থাকা অবস্থায় তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর সকাল ৮টা ১০ মিনিটে সাতক্ষীরা স্টেডিয়াম থেকে হেলিকপ্টারে করে শাহেদকে নিয়ে ঢাকার উদ্দেশে রওয়ানা দেয় র‌্যাবের দলটি। সকাল ৯টায় তাকে বহনকারী হেলিকপ্টারটি ঢাকার তেজগাঁও পুরাতন বিমাবন্দরে এসে পৌঁছায়। সেখান থেকে তাকে র‌্যাব সদর দফতরে নেয়া হয়।

পাঠকের মতামত:

Back to top button