National News

যেসব প্রশ্নের উত্তর দিতে পারেননি ডা. সাবরিনা

করো’নাভাই’রাস পরীক্ষা নিয়ে প্রতারণার অ’ভিযোগে জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের চিকিৎসক ডা. সাবরিনা আরিফকে গ্রে’ফতার করা হয়েছে। রাজধানীর তেজগাঁও থা’নায় পু’লিশের জিজ্ঞাসাবাদে সন্তোষজনক উত্তর দিতে পারেননি ডা. সাবরিনা। তাই তাকে গ্রে’ফতার দেখানো হয়েছে বলে জানান ঢাকা মহানগর পু’লিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) হারুন অর রশীদ। রবিবার (১৩ জুলাই) ডা. সাবরিনাকে গ্রে’ফতারের পর ডিসি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ডিসি মোহাম্ম’দ হারুন অর রশিদ বলেন, ‘ডা. সাবরিনাকে জিজ্ঞাসা করা হয়, আপনি জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান কি না? তিনি বলেন, না আমি কখনই চেয়ারম্যান না। তারপর আমি বললাম, তিতুমীর কলেজে দাঁড়িয়ে আপনি জেকেজির পক্ষে কথা বললেন কেন? তিনি বলেন, আমা’র স্বামী আমাকে বলতে বলেছিলো। তারপর তাকে আরও প্রশ্ন করা হয় কিন্তু তিনি কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেননি।’

এ সময় ডিসি মোহাম্ম’দ হারুন অর রশিদ জানান, মা’মলার ত’দন্তের জন্য তাকে অধিকতর জিজ্ঞাসাবাদ করতে হবে। সোমবার তাকে আ’দালতে পাঠিয়ে রি’মান্ড চাইবে পু’লিশ। এর আগে রবিবার দুপুর সোয়া ১টায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য তেজগাঁও বিভাগীয় উপ-পু’লিশ (ডিসি) কার্যালয়ে আনা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করেন জেকেজির প্রতারণা মা’মলার ত’দন্ত কর্মক’র্তা, ডিসিসহ পু’লিশের ঊর্ধ্বতন কর্মক’র্তারা। দুই ঘণ্টা পর বিকালে সোয়া ৩টার দিকে তাকে গ্রে’ফতার দেখানো হয়।

ডা. সাবরিনা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের চিকিৎসক। তবে তিনি গণমাধ্যমে নিজেকে জেকেজির ‘চেয়ারম্যান নয়’ বরং প্রতিষ্ঠানটির ‘কোভিড-১৯ বিষয়ক পরাম’র্শক’ দাবি করেছেন। তবে পু’লিশের ত’দন্ত বলছে, সাবরিনাই জেকেজির চেয়ারম্যান।

পাঠকের মতামত:

Back to top button