National News

রমজানে প্রাথমিক বিদ্যালয়ে ক্লাসের নতুন সময়সূচি

রমজানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরোপরি ছুটি না থাকলেও ক্লাসের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। নতুন নিয়মে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত স্কুলের কার্যক্রম চলবে। একই সঙ্গে স্কুল খোলা থাকবে ১৫ রমজান পর্যন্ত।

বৃহস্পতিবার (২৩ মার্চ) সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সমন্বয় সভায় এ সময়সূচি নির্ধারণ করা হয়। এতে সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ।

নতুন সময়সূচিতে বলা হয়েছে, ১৫ রমজান পর্যন্ত, অর্থাৎ ৯ কার্যদিবস স্কুল খোলা থাকবে। এসময় প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলবে স্কুলের কার্যক্রম। এছাড়া মহানগর, ডাবল শিফট ও সিঙ্গেল শিফটের সব স্কুলের সময়সূচি সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা নির্ধারণ করা হয়েছে।

পাঠকের মতামত:

Back to top button