National News

লাজ ফার্মায় অনুমোদনহীন-ভেজাল ওষুধ, ২৯ লাখ টাকা জরিমানা

লাজ ফার্মায় অনুমোদনহীন – রাজধানীর কাকরাইলের লাজ ফার্মায় র‍্যাবের অভিযানে ৭৬ প্রকারের বেশি অনুমোদনহীন ও ভেজাল ওষুধ জব্দ করা হয়েছে। এ সময় ভেজাল ওষুধ বিক্রির দায়ে লাজ ফার্মাকে ২৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) বিকেলে যৌথ অভিযান চালায় র‍্যাব এবং ঔষধ প্রশাসন অধিদপ্তর। অভিযানের নেতৃত্ব দেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ বসু।

ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ইকবাল হোসেন জানান, প্রায় সাড়ে ৪ ঘণ্টার এ অভিযানে অন্তত ৭৬ প্রকারের ভেজাল ও অনুমোদনহীন ওষুধ জব্দ করা হয়। সেইসঙ্গে নগদ ২৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এ ঘটনায় সাত জনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

পাঠকের মতামত:

Back to top button