National News

হাজী সেলিমের বাসায় র‌্যাবের অভিযান

হাজী সেলিমের বাসায় – নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহমেদ খানকে মারধর ও হত্যার হুমকির মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কাউন্সিলর ও ঢাকা -৭ আসনের এমপি হাজী সেলিমের বাসায় অভিযান চালাচ্ছে র‌্যাব।

আজ সোমবার (২৬ অক্টোবর) দুপুরের দিকে হাজী সেলিমের ছেলে মোহাম্মদ এরফান সেলিমকে গ্রেফতারের উদ্দেশে তার বাসায় অভিযান শুরু হয়।

গতকাল রোববার রাতে ঢাকা-৭ আসনের এমপি হাজী মোহাম্মদ সেলিমের ‘সংসদ সদস্য’ লেখা সরকারি গাড়ি থেকে নেমে নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহমেদ খানকে মারধর করা হয়। রাতে এ ঘটনায় জিডি হলেও ২৬ অক্টোবর ভোরে হাজী সেলিমের ছেলেসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করেন ওয়াসিফ।

পাঠকের মতামত:

Back to top button