National News

৩ দিন সারা দেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

আগামী তিন দিন সারা দেশে বজ্রসহ বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পশ্চিমা লঘুচাপের প্রভাবে রাজধানীসহ সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় বুধবার বৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুসারে, আগামী তিন দিন রাতে ও দিনে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

আজ সিলেট ও ব্রাহ্মণবাড়িয়ার উত্তর-পশ্চিম দিক দিয়ে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বজ্রবৃষ্টিসহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত জারি রয়েছে।

এ ছাড়া দেশের অন্য অঞ্চলগুলোয় বয়ে যেতে পারে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া। এসব এলাকার নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত জারি রয়েছে।

এদিকে আজ সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে। ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় সিলেটে ৫১ মিলিমিটার।

পাঠকের মতামত:

Back to top button