আমি মুসলিমদের পাশে থাকবো: জো বাইডেন

আমি মুসলিমদের পাশে – যু’ক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচিত হলে মু’সলিম’দের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন ডেমোক্র্যাট নেতা জো বাইডেন।
দেশটির ইস’লামিক সোসাইটি অব নর্থ আ’মেরিকার (আই’এসএনএ) ৫৭তম বার্ষিক সম্মেলনে অংশ নিয়ে তিনি এই
অঙ্গীকার করেন। এ সময়ে ‘মু’সলিম আ’মেরিকান ভ’য়েসেস ম্যাটার’ উল্লেখ করে তিনি তিনবার বলেন, ‘আমি প্রেসিডেন্ট নির্বাচিত হলে মু’সলিম’দের পাশে থাকব।’
গতকাল আই’এসএনএ’র অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে এক টুইটে বাইডেনের বক্তব্যসহ ভি’ডিও পোস্ট করে এ তথ্য জানানো হয়েছে।
প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন বলেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে প্রথম দিনই সুনির্দিষ্ট মু’সলিম দেশগুলোর ওপর অ’ভিবাসনে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করবেন।
মু’সলিম আ’মেরিকানরা তার প্রশাসনের প্রতিটি স্তরের অংশীদার হবেন বলে নিশ্চিত করেন তিনি। এদিকে,
আই’এসএনএ-তে বাইডেনের উপস্থিতি মা’র্কিন যু’ক্তরাষ্ট্রের নির্বাচনী রাজনীতিতে মু’সলিম আ’মে’রিকানদের জন্য একটি ঐতিহাসিক মু’হূর্ত বলে মনে করা হচ্ছে।