National News

আজ রাতে এক মিনিট অন্ধকারে থাকবে সারাদেশ

২৫ মার্চ, গণহত্যা দিবসকে স্মরণ করতে আজ রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত সারা দেশে প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করা হবে। বাংলাদেশের ইতিহাসের ভয়াল এক দিন ২৫ মার্চ। ১৯৭১ সালের এই দিনে নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী।

সেই রাতেই হত্যা করা হয় হাজার হাজার বাঙালিকে। তাই এই দিনটিকে বিভীষিকাময় হত্যাকাণ্ডের রাত হিসেবে স্মরণ করা হয়। দিনটি পালিত হয় গণহত্যা দিবস হিসেবে।

দিবসটি যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হচ্ছে। সকালে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে গণহত্যা দিবসের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া সারাদেশে গণহত্যা ও মুক্তিযুদ্ধবিষয়ক গীতিনাট্য এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ঢাকাসহ সব সিটি করপোরেশনে গণহত্যার ওপর দুর্লভ আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রচার করা হবে।

১৯৭১ সালের ২৫ মার্চ রাতে আক্রমণের মধ্য দিয়ে বাঙালির ওপর গণহত্যা শুরু করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। তবে বাঙালি পিছু হটেনি। ৯ মাস যুদ্ধ করে ছিনিয়ে এনেছিল বাংলাদেশের স্বাধীনতা।

পাঠকের মতামত:

Back to top button